৩ য় দিন :
খুব সকালে উঠে মেঘ দর্শন। মেঘ দেখে এসে নাস্তা করব ডিম, খিচুড়ি আর চাটনি দিয়ে। সকাল ১০ টায় পুনরায় জীপে উঠে খাগড়াছড়ি ফিরব। খাগড়াছড়ি ফিরে এসে আগে দুপুরের খাবার খেয়ে নিবো। মেন্যুতে থাকছে ভাত, সবজি, মাংস্। এরপর যাব আলুটিলা, রিসাং ঝর্ণা। সবশেষে ঝুলন্ত ব্রিজ ঘুরে এসে ফ্রেশ হওয়ার জন্য আবার রুমের বেবস্থা থাকবে। সাড়ে ৭.৩০ টার রাতের খাবার খাবো। রাতের খাবার ভাত, সবজি, মাংস্। রাত ৮.৩০ এ বাস কাউন্টারে থাকবো। পরের দিন ভোর ৬ টার মধ্যে ঢাকায় পৌছাব।
[Breakfast: ✔️ | Lunch: ✔️ | Dinner: ✔️]